Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

মৎস্য বীজ উৎপাদন খামার/হ্যাচারি/নার্সারি/প্রশিক্ষণ কেন্দ্রের সংক্ষিপ্ত বিবরণ

মৎস্য বীজ উৎপাদন খামার, কিশোরগঞ্জ সদর,কিশোরগঞ্জ।


ভূমিকা:

       কিশোরগঞ্জ জেলার মৎস্য বীজ উৎপাদন খামারটি কিশোরগঞ্জ পৌরসভার অভ্যন্তরে শহরের দক্ষিণ পশ্চিম কোনে হয়বতনগর এলাকায় অবস্থিত। ১৯৬৮ খ্রি: সালে খামারটি ৯.৫৭ একর জমির উপর প্রতিষ্ঠিত। খামারটি জন্মলগ্ন থেকে অদ্যবধি মৎস্য চাষীদেরকে উন্নতমানের রেনু ও পোনা সরবরাহ করে আসছে। খামারে মাটি উর্বর ও মৎস্য চাষ উপযোগী। বর্তমানে খামারের ভিতরে পুকুর ভরাট করে মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউট স্থাপনের ফলে খামারের ৯টি পুকুরের মধ্যে ৫টি পুকুরে উৎপাদন কার্যক্রম চলিতেছে। যাহার জলায়তন: ০.৯৫ হেক্টর।

      

প্রশিক্ষন:

       অত্র খামার থেকে জনসাধারন প্রশিক্ষন ও পরামর্শ নিয়ে নিজেরা মাছ চাষ করে স্বাবলম্বী হচ্ছে। ফলে দিন দিন মাছের উৎপাদন ও মৎস্য চাষ বৃদ্ধি পাচ্ছে।


প্রযুক্তি হস্তান্তর, পরামর্শ প্রদান:

       নব নব উদ্ভাবিত প্রযুক্তিসমূহ এলাকার জনসাধারনের মধ্যে হস্তান্তরের ক্ষেত্রে এবং এলাকার উৎসাহী মৎস্য চাষীদেরকে আধুনিক পদ্ধতিতে মাছ চাষের পরামর্শ প্রদানের মাধ্যমে পুকুরে মাছ উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে খামারটি বিশেষ অবদান রেখে আসছে।


মৎস্য বীজ উৎপাদন খামারের তথ্যাবলী:


খামারের মোট আয়তন                 : ৯.৫৭ একর/৩.৩৭ হেক্টর (মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটসহ)

খামারের জলয়াতন                      : ০.৯৫ হেক্টর

খামারের পুকুর সংখ্যা                   : ০৫টি

খামারের প্রতিষ্ঠা সাল                   : ১৯৬৮ সাল

নতুন কার্প হ্যাচারী প্রতিষ্ঠা সাল       : ১৯৯৬ সাল (দ্বিতীয় এডিবি প্রকল্প সহায়তা)

চিংড়ি হ্যাচারী আছে কিনা              : ১৯৯৭ সালে স্থাপিত। অসম্পূর্ণ অবস্থায় আছে। (এম.এ.ই.পি. প্রকল্প সহায়তা)

খামারের জনবল:

১. খামার ব্যবস্থাপক                    : ০১ (কর্মরত)

২. ক্ষেত্র সহকারী                        : ০১ (কর্মরত)

৩. পাম্প অপারেটর                     : ০১ (শূন্য)

৪. অফিস সহায়ক                       : ০১ (কর্মরত)